ASIAFIRMS.COM

Ethnological Museum

Address Sabdar Ali Rd, Chattogram, Bangladesh
Hours
Monday13:30-17:00
Tuesday09:00-17:00
Wednesday09:00-17:00
Thursday09:00-17:00
Friday09:00-12:30, 14:00-17:00
Saturday09:00-17:00
Website www.archaeology.gov.bd
Categories Ethnographic Museum, Museum, Tourist Attraction
Rating 4.4 65 reviews
জাতিতাত্ত্বিক জাদুঘর

Ethnological Museum reviews

65
Sort by: date highest rated lowest rated most helpful
Syeda
05 September 2019 14:44

A place to learn more about tribal people & their life style & culture. They showcase each & everything which give you a full idea about them. They are most rich cultural people. To know more about them we should & must collect their things more & reserve & build more museum like this.

shafkat
07 August 2019 18:15

The Ethnological Museum of Chittagong is the only ethnological museum in Bangladesh and is located in Agrabad, Chittagong. The Museum contains displays featuring the history of Bangladesh's tribal people.

Folk
17 March 2019 9:23

এই জাতিতাত্বিক জাদঘরটি চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র আগ্রাবাদে অবস্থিত।২০১৭ সালের শেষের দিকে এর উন্নয়নের কাজ ধরা হয় এবং ২০১৮ সালের মাঝামাঝি সময়ে তা শেষ করা হয়।উন্নয়নের মধ্যে যেসব বিষয় উল্লেখযোগ্য তা হলে জাদুঘরের ভেতরের অবকাঠামো মেরামত, নতুন সংযোজন, জাদুঘরের সামনের বাগানে বসার সিট স্থাপন ও গেইটের সম্মুখে টিকেট কাউন্টার স্থাপন।

টিকেট ভাড়াঃ যদিও প্রথম অবস্থায় দেশী দর্শনার্থীদের জন্য ২ ও ৫ টাকা ছিল কিন্তু বর্তমানে তা বেড়ে ২০টাকা হয়।
কিভাবে আসবেনঃ চট্টগ্রাম নতুন স্টেশন হতে বের হয়ে খানিকটা সামনে নিউমার্কেট থেকে ৬নং অথবা ৭নং বাসে উঠলে আগ্রাবাদ বললে নামিয়ে দিবে (৭টাকা ভাড়া নিবে) ।অথবা রিকশায় ৪০-৫০টাকা দিলে জাদুঘরের সামনে নামিয়ে দিবে।জিইসি থেকে আসতে হলে ১০নং বাসে উঠুন এবং নেমে পড়ুন আগ্রাবাদে ৭টাকা ভাড়া নিবে।রিকশায় ৫০-৬০টাকা ভাড়া নিবে।

Robert
29 January 2019 7:15

An interesting museum that as the name describes goes into history of the different tribes found in the borders borders of Bangladesh and beyond. It was built in in 1960's so it also lists tribes from what is now Pakistan as this was before the split in 1971.
As it's over 50 years old and basically not changed there are certain displays which let's say are questionable. Nonetheless it gives an interesting overview.
1 thing of note is I was given a guided tour without been given a choice where I was asked for a "donation" at the end.

Nadim
24 January 2019 15:24

জাতি-তাত্ত্বিক জাদুঘর (Ethnological Museum)

দেশের একমাত্র জাতি-তাত্ত্বিক জাদুঘর চট্টগ্রাম জেলার আগ্রাবাদে অবস্থিত। এশিয়া মহাদেশের দুইটি জাতি-তাত্ত্বিক জাদুঘরের মধ্য চট্টগ্রামের জাতি-তাত্ত্বিক জাদুঘর অন্যতম, অন্যটি রয়েছে জাপানে। এটি গবেষণাকাজেও ব্যবহৃত হয়ে থাকে।

চট্টগ্রাম শহরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় বাদামতলী মোড় সংলগ্ন ১. ২৫ একর স্থানের ওপর ১৯৬৫ সালে এটি প্রতিষ্ঠিত হয়। একতলা বিশিষ্ট দক্ষিণমুখি জাদুঘরটি পাঁচটি ভাগে বিভক্ত, যেখানে রয়েছে একটি কেন্দ্রীয় হলঘরসহ সর্বমোট চারটি গ্যালারি। বর্তমানে জাদুঘরে সর্বমোট প্রদর্শনী কক্ষের সংখ্যা ১১টি।

জাদুঘরে ২৯টি বিভিন্ন নৃতাত্বিক গোষ্ঠীর জীবনধারা প্রদর্শন করা হচ্ছে। বাংলাদেশের ২৫টি আদিবাসীসহ আরও ৫টি দেশের জাতিতাত্ত্বিক সামগ্রীর তুলনামূলক বিশ্লেষণে প্রদর্শিত রয়েছে বাংলাদেশের বিভিন্ন আদি জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনধারায় প্রতিফলিত প্রত্ন সংস্কৃতির পরিচয়কে মানচিত্র, আলোকচিত্র, মডেল, কৃত্রিম পরিবেশ, দেওয়ালচিত্র, সংক্ষিপ্ত আলোকচিত্র, মডেল, কৃত্রিম পরিবেশ, সংক্ষিপ্ত পরিচিতি ফলক প্রভৃতি মাধ্যমে বিভিন্ন বিষয়বস্তুর প্রদর্শন করা হয়েছে।

এছাড়াও দুই জার্মানীর মিলন প্রাচীরের ভগ্নাংশের কিছু নির্দশন জাদুঘরে প্রদর্শিত আছে। ৩টি গ্যালারীতে ২৫টি সাংস্কৃতিক গোষ্ঠীর নানা রকমের সামগ্রী যেমন: অস্ত্র, ফুলদানী, কাপড়, নৌকা, কাচি, অলঙ্কার, বাঁশের পাইপ ইত্যাদি, এবং বাকি গ্যালারীতে ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার কিছু সাম্প্রদায়ের জীবনপ্রণালী চিত্র, মডেল আকারে প্রদর্শনের ব্যবস্থা করা আছে। পাকিস্তানের পাঠান, সোয়াতি, সিন্ধি, কাফির এবং পাঞ্জাবি এই পাঁচটি গোষ্ঠির ভগ্নাবশেষ সংরক্ষণ করা হয়েছে। ভারতীয় নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে আদি, মুরয়িা, মিজো এবং ফুতোয়া অন্তর্ভুক্ত রয়েছে। হলরুমের মানচিত্র এবং দেয়ালচিত্রের মাধ্যমে উপজাতিদের বিভিন্ন উৎসব ও সংস্কৃতি সম্পর্কেও ধারণা দেওয়ার ব্যবস্থা রয়েছে।

এছাড়াও উল্লেখযোগ্য হিসেবে রয়েছে ১৯৮৯ সালে ভেঙে ফেলা জার্মানির বার্লিন প্রাচীরেরটুকরো অংশ। জাদুঘরে রয়েছে একটি ছোট গ্রন্থাগার এবং ভবনের সামনে রয়েছে সবুজ বাগান।

Add review